জেএসসি-জেডিসি পরীক্ষা ২০২১ অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত হয়নি, এবারও অটোপাসের সম্ভাবনা

 দেশের সকল শিক্ষা বোর্ড ২০২১ সালের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে পদক্ষেপ নিলেও, জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।



অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন হলেও ফরমপূরণের কোন পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে কার্যক্রম গ্রহণ করতে, বোর্ডগুলোকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে দেখা যাচ্ছে না।

এদিকে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠানের বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নিশ্চিত করলেও, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি।

শিক্ষামন্ত্রী জেএসসি-জেডিসি পরীক্ষা সম্পর্কে বলেছেন, চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষাগুলো নেওয়া হবে।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস প্রতিদিন হবে না বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। এতে করে পরীক্ষা দুটি অনুষ্ঠানের বিষয়ে দিনদিন অনিশ্চয়তা দেখা দিচ্ছে।

নিয়মিত শ্রেণি-শিক্ষাকার্যক্রমের মাধ্যমে সিলেবাস শেষ না করা পর্যন্ত পরীক্ষা নেওয়া ঠিক হবে না। এসএসসি-এইচএসসির মত সপ্তাহের প্রতিদিন ক্লাস হলে, ৮ম শ্রেণির সিলেবাস কিছুটা হলেও আয়ত্ব করা সম্ভব হতো। সে হিসাবে ক্লাস না করিয়ে, শিক্ষার্থীদের পরীক্ষায় বসানো উচিত হবে না বলে অনেকে মনে করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ